খেলাধুলা

বার্সার আস্থার প্রতিদান দিতে চান পওলিনহো

বার্সেলোনা ছেড়ে পিএসজিতে গেলেন নেইমার। আর কাতালান ক্লাবটিতে এলেন আরেক ব্রাজিলিয়ান। নাম তার পওলিনহো। খেলে থাকেন মিডফিল্ডারের ভূমিকায়। সুযোগ পেলে গোলও করতে পারেন। চলতি বছরের মার্চে পওলিনহোর দুর্দান্ত এক হ্যাটট্রিকে উরুগুয়ের বিপক্ষে ৪-১ গোলে জয় পেয়েছিল ব্রাজিল।

Advertisement

২০১৫ সালে টটেনহাম ছেড়ে চীনা ক্লাব গুয়াংঝু এভারগ্রান্ডে যোগ দেন পওলিনহো। চীনা ক্লাবটিতে ৬৩ ম্যাচ খেলেছেন। মাঝমাঠের দায়িত্ব সামলানোর পাশাপাশি ১৭টি গোলও করেছেন এই ব্রাজিলিয়ান।

বলার অপেক্ষা রাখে না যে, বার্সায় যোগ দেয়াটা পওলিনহোর জন্য স্বপ্ন পূরণ হওয়ার মতোই। সত্যিই তা-ই। পওলিনহোর ভাষায়, ‘এটা (পরিচয়ের দিন) আমার জীবনের বিশেষ এক মুহূর্ত। আমাকে দলে টানায় বার্সাকে ধন্যবাদ। দলের জন্য কী করতে হবে, তা আমার মনেই আছে।’

বার্সার ট্রফি জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখতে চান পওলিনহো, ‘আমি জানি, বার্সার নিজস্ব খেলার ধরন রয়েছে। আশা করি, সেই স্টাইলের সঙ্গে মানিয়ে নিতে পারব। সত্যি কথা বলতে কি, আমি যেখানেই খেলি না কেন, সুযোগটাকে কাজে লাগানোর চেষ্টা করি। দলকে ট্রফি জিততে সাহায্য করাই আমার লক্ষ্য।’

Advertisement

এনইউ/পিআর