ক্যাম্পাস

আবারও হামলার শিকার ইমরান এইচ সরকার

গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকারের ওপর আবারও হামলা চালিয়েছে একদল দুর্বৃত্ত। শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে পরিবাগের বাসায় ফেরার পথে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সামনে এ হামলা চলানো হয়। এতে ইমরান এইচ সরকারের সঙ্গে থাকা ৬-৭ জন গণজাগরণ মঞ্চের কর্মী আহত হয়েছেন।

Advertisement

হামলার বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন ইমরান এইচ সরকার। তিনি বলেন, গতকালের মতো আজও আমাদের ওপর হামলা চালানো হয়। এতে আমাদের ৬-৭ কর্মী আহত হয়েছেন। তবে আমার তেমন ক্ষতি করতে পারেনি।

ছাত্রলীগের দিকে হামলার বিষয়টি ইঙ্গিত করে ইমরান বলেন, যারা প্রকাশ্যে ঘোষণা দিয়েছে আমাদের উপর হামলা করবে। তারাই এটি করেছে। আমরা এ হামলার নিন্দা জানাই। এভাবে চললে তো গণতান্ত্রিক দেশে প্রতিবাদ করা যাবে না।

এদিকে গতকালের হামলার প্রতিবাদে আজকের বিক্ষোভ কর্মসূচিও পুলিশ পালন করতে দেয়া হয়নি গণজাগরণ মঞ্চকে। তাই শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে প্রেস ব্রিফিং করে কর্মসূচি শেষ করা হয়েছে বলেও জানান ইমরান।

Advertisement

উল্লেখ্য, গতকাল বন্যা কবলিত উত্তরাঞ্চলে ত্রাণ সংগ্রহ জোরদারের দাবিতে রাজধানীর শাহবাগে নাগরিক সমাজের এক মানববন্ধনে অংশ নিলে ইমরান এইচ সরকারের উপর হামলা চালায় ছাত্রলীগের কর্মীরা। এসময় গণজারণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারসহ পাঁচ কর্মী আহত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ লিমনের অনুসারীরা এ হামলা চালায় বলে প্রত্যক্ষদর্শীরা জনায়।

এমএইচ/জেএইচ/পিআর