ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেল ৩টার দিকে উপজেলার পৃথক স্থানে এ ঘটনা ঘটে।
Advertisement
নিহতরা হলো- জোনাইদ (০৩), মারিয়া (০৫) ও রায়হান (০৪)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে উপজেলার বাশারুক গ্রামের মাজেদ মিয়ার ছেলে জোনাইদ ও মেয়ে মারিয়া বাড়ির পার্শ্ববর্তী পুকুর পাড়ে খেলা করছিল। খেলতে খেলতে জুনাইদ পুকুরে পড়ে গেলে মারিয়া তাকে উদ্ধার করতে পানিতে নামে। এ সময় তারা দুজনেই পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।
এছাড়া একই সময়ে উপজেলার নারায়নপুর গ্রামের শামছুল আলম খোকনের ছেলে রায়হান তার নানা বাড়ি সীতারামপুর গ্রামে বেড়াতে গিয়ে তিতাস নদীতে গোসলে নেমে পানিতে তলিয়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজি করে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে নানা বাড়ির লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
Advertisement
নবীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম সিকদার পানিতে ডুবে তিন শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
আজিজুল সঞ্চয়/আরএআর/পিআর