জাতীয়

জঙ্গিবাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার : শিল্পমন্ত্রী

জঙ্গিবাদ, বোমাবাজদের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। এ অবস্থান অব্যহত থাকবে বলে জানিয়েছেন আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভাপতি ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠক শেষে তিনি এ কথা বলেন।আমু বলেন, মানবপাচার বন্ধ  করতে সরকার আইনের বিধি-বিধান পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। শিগগিরই এ ব্যাপারে পদক্ষেপ নেয়া হবে। মানপাচারের সঙ্গে যারা জড়িত, তারা কেউ ছাড় পাবে না। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এরই মধ্যে কাজ শুরু হয়েছে। এ ছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণে রাখতে ভ্রাম্যমাণ অভিযান জোরদার করা হবে।বৈঠকে অংশ নেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন, পানি সম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।এছাড়া বৈঠকে উপস্থিত ছিলেন, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক, র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক বেনজীর আহমেদ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক আজিজ আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। এএইচ/এমএস

Advertisement