২০১৫-১৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন করেছে মন্ত্রিসভা। বৃহস্পতিবার জাতীয় সংসদে মন্ত্রিসভার বিশেষ বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। জাতীয় সংসদে আজ বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় নতুন বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।এটি আওয়ামী লীগ সরকারের টানা দ্বিতীয় মেয়াদের দ্বিতীয় বাজেট। আর অর্থমন্ত্রী হিসেবে মুহিতের এটি নবম বাজেট। আগের বারের মতো এবারও ডিজিটাল পদ্ধতিতে অর্থাৎ পাওয়ার পয়েন্টের মাধ্যমে বাজেট উপস্থাপন করা হবে।দেশের ৪৪তম বাজেট পেশ হচ্ছে আজ। জনপ্রত্যাশার চাপ সামলাতে বাড়তি রাজস্ব আয়ের লক্ষ্য নিয়েই ২০১৫-১৬ অর্থবছরের বাজেট দিতে যাচ্ছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। গতবারের চেয়ে ১৮ শতাংশ বেশি ব্যয়ের লক্ষ্য নিয়ে এবারের বাজেটের আকার হতে যাচ্ছে ২ লাখ ৯৫ হাজার কোটি টাকা। এ অর্থের সংকুলানে বড় চাপ রাজস্ব খাতেই থাকছে। এ লক্ষ্যে আয়কর ও ভ্যাটের আওতা বাড়ানো হচ্ছে। কিছু ক্ষেত্রে করের হারও বাড়ানো হচ্ছে। প্রস্তাবিত বাজেটে মোট রাজস্ব প্রাপ্তির লক্ষ্য থাকছে ২ লাখ ৮ হাজার কোটি টাকা। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মাধ্যমে রাজস্ব আসবে ১ লাখ ৭৬ হাজার ৩৭০ কোটি টাকা। অবশিষ্ট ৩১ হাজার ৬৩০ কোটি টাকা আসবে এনবিআর বহির্ভূত খাত থেকে। নতুন বাজেটে সামগ্রিকভাবে ঘাটতি থাকবে ৮৭ হাজার কোটি টাকার বেশি, যা মোট দেশজ উৎপাদনের (জিডিপি) শতকরা হারে ৫ শতাংশ। এই ঘাটতি মেটানো হবে অভ্যন্তরীণ উৎস ও বিদেশি সহায়তা বাবদ প্রাপ্ত অর্থ থেকে।এসএ/এআরএস/পিআর
Advertisement