আইন-আদালত

খালাফ হত্যা : আপিলে অ্যাটর্নির যুক্তিতর্ক শেষ

রাজধানীর গুলশানে সৌদি আরব দূতাবাসের কর্মকর্তা খালাফ আল আলী (৪৫) হত্যা মামলায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিল শুনানিতে রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন অব্যাহত রয়েছে।

Advertisement

বৃহস্পতিবার রাষ্ট্রপক্ষের প্রধান আইনজীবী অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম শুনানি শেষ করেন। মামলার কার্যক্রম আগামী রোববার পর্যন্ত মুলতবি করেন আদালত। আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞার নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এ সংক্রান্ত আপিল শুনানি অনুষ্ঠিত হচ্ছে। এদিন রাষ্ট্রপক্ষে যুক্তি উপস্থাপন শেষ করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিত দেবনাথ।

গত ৯ আগস্ট থেকে রাষ্ট্রপক্ষের করা এ আপিলের ওপর শুনানি শুরু হয়।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিত দেবনাথ জানান, খালাফ আল আলী হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক শেষ করার পর আগামী ২০ আগস্ট রোববার পর্যন্ত শুনানি মুলতবি করেছেন আদালত। ২০১২ সালের ৫ মার্চ রাত ১টার দিকে রাজধানীর গুলশান কূটনৈতিক এলাকার ১২০ নম্বর সড়কের ১৯/বি নম্বর বাসার সামনে গুলিবিদ্ধ হন খালাফ আল আলী। ৬ মার্চ ভোরে হাসপাতালে চিকিৎসাধীনঅবস্থায় মারা যান তিনি।

Advertisement

ওই ঘটনায় দায়ের করা হত্যা মামলায় পাঁচ আসামির সবাইকে ফাঁসির আদেশ দেন বিশেষ ট্রাইব্যুনাল। হাইকোর্টে ডেথ রেফারেন্স ও জেল আপিলের শুনানি শেষে ২০১৩ সালের ১৮ নভেম্বর আসামি সাইফুলকে বিচারিক আদালতের দেয়া মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখা হয়। মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত অন্য তিনজনের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড এবং পলাতক একজনকে বেকসুর খালাস দেয়া হয়।

হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করেন রাষ্ট্রপক্ষ। ২০১৪ সালের ২৩ জুলাই এ আপিল মঞ্জুর করেন আপিল বিভাগ। এফএইচ/এমএআর/আইআই