গুলশান মসজিদে জানাজা শেষে উপমহাদেশের জনপ্রিয় নজরুল সংগীত শিল্পী ফিরোজা বেগমকে বনানী কবরস্থানে দাফন করা হয়েছে। এর আগে বুধবার দুপুর ২টায় সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য কিংবদন্তি নজরুলসংগীত শিল্পী মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হয়।সেখানে তার মরদেহে রাষ্টপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করা হয়। এর পর রাজনৈতিক নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করেন।জাতীয় কবি কাজী নজরুলের গানের পাখি খ্যাত এই শিল্পীর মৃত্যুতে শোকে মুহ্যমান তার কোটি ভক্ত। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে আটটার দিকে রাজধানীর এ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। ফিরোজা বেগম অনেকদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।১৯৩০ সালের ২৮ জুলাই ফরিদপুরের এক জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন ফিরোজা বেগম। ৬৫ বছরেরও বেশি সময় ধরে সংগীত সাধনা করেছেন ফিরোজা বেগম।
Advertisement