সাধারণত সুউচ্চ ভবনগুলোতে উঠানামার জন্য লিফট ব্যবহার করা হলেও এবার সেখানে যুক্ত হচ্ছে টয়লেট। তবে দেশে নয় জাপানে। জানা গেছে, জাপানের লিফটগুলোতে জরুরি টয়লেট বসানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। দেশটিতে ঘনঘন ভূমিকম্পের ফলে এলিভেটরে আটকে পড়াদের জন্য জরুরি টয়লেট স্থাপন ও খাবার পানি সরবরাহের পরিকল্পনার অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।একজন কর্মকর্তা বুধবার জানান, গত শনিবারের ৭.৮ মাত্রার ভূমিকম্পে বেশ কয়েকজন লোক আটকে পড়ার পর এ সিদ্ধান্ত নেয়া হচ্ছে। ভূমিকম্পের সময় বেশিরভাগ নিকটবর্তী ফ্লোরে গিয়ে এলিভেটরের দরজা স্বয়ংক্রিয়ভাবে খুলে গেলেও ১৪টি এলিভেটর দুটি ফ্লোরের মাঝখানে আটকে যায়। এরপর বুধবার সরকারের অবকাঠামো মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং এলিভেটর নির্মাণকারীদের সঙ্গে বৈঠকে এলিভেটরে জরুরি টয়লেট বসানোর সিদ্ধান্ত হয়। এএইচ/এমএস
Advertisement