বাংলাদেশ-অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট মাঠে গড়াবে ২৭ আগস্ট। তবে দুই টেস্টের সিরিজ খেলতে কালই ঢাকায় আসছে অস্ট্রেলিয়া দল। সিরিজ শুরুর আগে আগামী মঙ্গলবার একটি প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারী দল। সবকিছু ঠিক প্রায়।
Advertisement
আজ (বৃহস্পতিবার) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত হয় সিরিজের টাইটেল স্পন্সরের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন। দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিরিজের টাইটেল স্পন্সর ও গ্রাউন্ড স্পন্সরশিপ রাইটস হোল্ডার ইমপ্রেস-মাত্রা কনসোর্টিয়ামের পক্ষে সানাউল আরেফিন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিইও নিজাম উদ্দিন চৌধুরী সুজন ও ডাচ্-বাংলা ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর আবুল কাশেম মো. শিরিন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে বক্তারা সারা দেশে বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তারা বলেন, ‘যদিও দেশের এমন পরিস্থিতিতে খেলা হওয়াটা অস্বাভাবিক হলেও আগে থেকে ঠিক থাকায় আমাদের খেলা আয়োজন করতেই হচ্ছে।’ ইমপ্রেস-মাত্রা কনসোর্টিয়ামের সানাউল আরেফিন বৃষ্টি নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘আবহাওয়ার যে অবস্থা তাতে সিরিজ কেমন হবে তা এখনও বলা যাচ্ছে না। তবে আশা করছি শেষ পর্যন্ত এটি ভালোই হবে।’ এক প্রশ্নের জবাবে বিসিবি সিইও নিজাম উদ্দিন চৌধুরী জানান, ম্যাকগিল সিরিজের আগে আসতে পারবেন কি পারবেন না, তা জানাতে আরও দু-একদিন সময় লাগবে। তবে কিছু জটিলতা থাকায় ম্যাকগিলের এখনই আসা সম্ভব হচ্ছে না। সংবাদ সম্মেলন শেষে ‘রকেট বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ- ২০১৭’ এর লোগো উন্মোচন করা হয়। এমএএন/এনইউ/আইআই