ভারতে আটক বিএনপির যুগ্মমহাসচিব সালাহউদ্দিন আহমেদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দিয়েছে মেঘালয় পুলিশ। বুধবার শিলং শহরের পুলিশ প্রধান বিবেক সাইয়েম ইন্দো-এশিয়ান নিউজ এজেন্সিকে (আইএএনএস) জানান, অতিরিক্ত ডেপুটি কমিশনার (বিচারিক) বি মাওরির আদালতে সালাহউদ্দিনের বিরুদ্ধে চার্জশিট দেয়া হয়েছে।সালাহউদ্দিনের বিরুদ্ধে ‘ফরেনার্স অ্যাক্ট-৪৬’-এ দায়ের করা মামলার চার্জশিট দেয় পুলিশ। চার্জশিটে ফরেনার্স অ্যাক্টের ১৪ ধারা অনুযায়ী বৈধ ডকুমেন্ট ছাড়া অবৈধ অনুপ্রবেশের অভিযোগ আনা হয়েছে সালাহউদ্দিনের বিরুদ্ধে।উল্লেখ্য, গত ১২ মে শিলংয়ের গলফ লিঙ্ক এলাকা থেকে আটক হন সালাহউদ্দিন। পরে তাকে শিলংয়ের মানসিক হাসপাতাল মিমহানসে। পরের দিন তাকে মেঘালয় সিভিল হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এখানে তাকে পুলিশ হেফাজতে চিকিৎসা দেয়া হয়।গত ২০ মে সিভিল হাসপাতাল থেকে সালাহউদ্দিনকে স্থানান্তরিত করা হয় মেঘালয়ের নর্থ ইস্টার্ন ইন্দিরা গান্ধী রিজিওনাল ইনস্টিটিউট অব হেলথ অ্যান্ড মেডিকেল সায়েন্সেস (নেগ্রিমস) হাসপাতালে। নেগ্রিমস থেকে পুলিশ হেফাজতে নেয়ার পর ২৭ মে আদালতে তোলা হয়। আদালত ১৪ দিনের হেফাজতে সালাহউদ্দিনকে রাখার নির্দেশ দেয়া হয়।বিএ
Advertisement