জাতীয়

পান্থপথে জঙ্গিবিরোধী অভিযানের ঘটনায় মামলা

রাজধানীর পান্থপথে হোটেল ওলিও ইন্টারন্যাশনালে জঙ্গিবিরোধী অভিযানের ঘটনায় কলাবাগান থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Advertisement

বুধবার দিবাগত রাত পৌনে ১২টায় কলাবাগান থানার উপ-পরিদর্শক ইমরুল বাদী হয়ে সন্ত্রাস দমন আইনে এ মামলাটি দায়ের করেন। মামলায় আসামি অজ্ঞাত রাখা হয়েছে। তবে আসামির সংখ্যা উল্লেখ করা হয়নি।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় কলাবাগান থানার ডিউটি অফিসার আব্দুস সালাম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

নাশকতার উদ্দেশ্যে পান্থপথের হোটেল ওলিও ইন্টারন্যাশনালে জঙ্গি অবস্থান করছে- এমন তথ্য পেয়ে মঙ্গলবার সকালে সেখানে অভিযান চালায় পুলিশ। নাম দেয়া হয়- ‘অপারেশন আগস্ট বাইট’। অভিযানকালে আত্মঘাতী বিস্ফোরণে নিহত হন ‘নব্য জেএমবির সদস্য’ সাইফুল ইসলাম। এ সময় বোমার স্প্লিন্টারে এক পথচারীও আহত হন।

Advertisement

সাইফুল ইসলামের বাড়ি খুলনার ডুমুরিয়ায়। তিনি খুলনা বিএল কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। এর আগে তিনি মাদরাসায় পড়াশোনা করেন। তার বাবার নাম আবুল খায়ের।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ গতকাল দাবি করেছিল, জাতীয় শোক দিবসে ধানমন্ডি ৩২ নম্বরমুখী মিছিলে আত্মঘাতী বোমা হামলা চালাতে ঢাকায় এসেছিলেন সাইফুল। এদিকে বুধবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের কমিশনার আছাদুজ্জামান মিয়া জানিয়েছেন, সাইফুলের কয়েকজন সহযোগী ঘটনাস্থলের আশপাশে ছিলেন। তাদেরকে ধরার চেষ্টা চলছে।

এআর/এআরএস/আরআইপি

Advertisement