অর্থনীতি

বৈদেশিক লেনদেনে সহায়তা দিতে এইচএসবিসির মোবাইল অ্যাপ

বৈদেশিক বাণিজ্যের লেনদেনের তাৎক্ষণিক সহায়তা করতে মোবাইল অ্যাপ চালু করেছে বিদেশি বাণিজ্যিক ব্যাংক দ্য হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং কর্পোরেশন (এইচএসবিসি বাংলাদেশ) লিমিটেড। এশিয়া-প্রশান্ত অঞ্চলের মধ্যে সর্বপ্রথম বাংলাদেশেই এই নতুন প্রযুক্তি চালু করল এইচএসবিসি।

Advertisement

বুধবার অ্যাপটির উদ্বোধন করেন এইচএসবিসি এশিয়া-প্রশান্ত অঞ্চলের ট্রেড প্রধান অজয় শর্মা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ব্যাংকটি জানায়, এইচএসবিসি-নেট ট্রেড ট্র্যানজেকশন ট্রাকার এমনই একটি অ্যাপলিকেশন, যার মাধ্যমে গ্রাহক তাৎক্ষণিকভাবে স্মার্টফোনের মাধ্যমে ডকুমেন্টারি ক্রেডিট ও বিশ্বব্যপাী বিভিন্ন দেশে যে ব্যবসায়িক পেমেন্ট ও কালেকশন করছে তা দেখতে পাবেন।

জানানো হয়, এইচএসবিসি-নেট পুরস্কারপ্রাপ্ত একটি ওয়েবনির্ভর অ্যাপলিকেশন, যা ব্যাংকের বাণিজ্যিক গ্রাহকদের খুব সহজে পেমেন্ট নির্দেশ ও ট্রেড প্রসেসিং, দৈনন্দিন ট্রেসারি ও অন্যান্য কিছু ব্যাংকিং সুবিধা হাতের নাগালে এনে দিল।

Advertisement

আরএস/আরআইপি