আন্তর্জাতিক

একদিনেই ৬০০ শরণার্থীকে উদ্ধার করেছে স্পেন

স্পেনের উপকূলরক্ষী বাহিনী জানিয়েছে, তারা গত ২৪ ঘণ্টায় ৬শ শরণার্থীকে উদ্ধার করেছে। ওই শরণার্থীরা মরক্কো থেকে এসেছে।

Advertisement

৩৬ শিশুসহ শরণার্থীদের ওই দলটি ১৫টি ছোট জাহাজে করে মরক্কো থেকে স্পেনে এসেছেন। জাতিসংঘ বলছে, এ বছর ৯ হাজারের বেশি শরণার্থী স্পেনে পৌঁছেছে। গত বছরের তুলনায় এই সংখ্যা তিনগুণ বেশি।

সাগরপথ পাড়ি দিতে গিয়ে এ পর্যন্ত ১২০ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইন্টারন্যাশনাল অর্গ্যানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) জানিয়েছে, এ বছর গ্রিসের চেয়ে বেশি সংখ্যক শরণার্থী সাগরপথে স্পেনে প্রবেশ করেছে।

আইওএম আরো জানিয়েছে, এ বছরের শুরুতে লিবিয়া থেকে ইতালি পৌঁছেছে প্রায় ১ লাখ শরণার্থী। সাগরপথ পাড়ি দিতে গিয়ে প্রাণ হারিয়েছে প্রায় ২ হাজার ২৪২ জন।

Advertisement

এর আগে গত জুনে, লিবীয় উপকূলে থেকে একদিনেই প্রায় ৫ হাজার শরণার্থীকে উদ্ধার করা হয়েছিল বলে জানিয়েছে ইতালীয় উপকূলরক্ষী বাহিনী।

টিটিএন/পিআর