অর্থনীতি

বন্যার্তদের সাহায্যে এগিয়ে আসার আহ্বান বিজিএমইএ’র

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে উত্তরাঞ্চলে সৃষ্ট বন্যায় লাখো মানুষ খোলা আকাশের নিচে নিদারুণ কষ্টে জীবনযাপন করছে। এ পরিস্থিতিতে বন্যার্তদের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ)।

Advertisement

বিজিএমইএ’র সভাপতি মো. সিদ্দিকুর রহমান সদস্য প্রতিষ্ঠানদের প্রতি এই উদাত্ত আহ্বান জানান। বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

দেশে অবনতিশীল বন্যা পরিস্থিতি ও পানিবন্দি মানুষের চরম দুর্ভোগে গভীর উদ্বেগ প্রকাশ করে সিদ্দিকুর রহমান বলেন, কুড়িগ্রাম, লালমনিরহাট, বগুড়া, গাইবান্ধা, জামালপুরসহ বিভিন্ন এলাকায় লাখ লাখ পানিবন্দি মানুষ ঝুঁকি ও কষ্টে দিনাতিপাত করছেন।

তিনি বলেন, বন্যাদুর্গত মানুষ ফসল, মাঠের শাকসবজি, গোলার ধান, গরু-বাছুর হারিয়ে দিশেহারা। এ পর্যন্ত বন্যার কারণে উত্তরাঞ্চলে অসংখ্য মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। এরকম নাজুক পরিস্থিতিতে বন্যাদুর্গত এলাকায় বিজিএমইএ’র সদস্যদের সাহায্যের আহ্বান জানাচ্ছি।

Advertisement

এমএ/জেডএ/বিএ