অর্থনীতি

চাল আমদানিতে শুল্ক কমানোর সিদ্ধান্ত দ্রুত কার্যকর হচ্ছে

চাল আমদানির ওপর শুল্কের হার ১০ শতাংশ থেকে কমিয়ে ২ শতাংশে নির্ধারিত হবে। সরকারের এ সিদ্ধান্ত দ্রুত কার্যকর হবে বলে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে জানানো হয়েছে। বুধবার এ তথ্য জানানো হয়।

Advertisement

এনবিআর বলছে, প্রধানমন্ত্রীর অনুশাসন অনুযায়ী এসআরও জারির লক্ষ্যে এই শুল্কহার ২ শতাংশে নির্ধারণের জন্য ইতোমধ্যে বিষয়টি অতীব জরুরি বিবেচনায় এনবিআর থেকে আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠানো হয়েছে। আইন মন্ত্রণালয়ের ভেটিং প্রাপ্তির পর তা গেজেট নোটিফিকেশনের জন্য মুদ্রণ ও প্রকাশনা অধিদফতরে পাঠানো হবে।

উল্লেখ্য, খাদ্য মন্ত্রণালয়ের খাদ্য পরিকল্পনা ও পরিধারণ সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় চাল আমদানির প্রযোজ্য শুল্কের ওপর বিস্তারিত আলোচনা হয়।

সার্বিক বন্যা পরিস্থিতির কারণে বর্তমানে দেশের চাল উৎপাদনে যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণের বিষয়টি সভায় সর্বাধিক গুরুত্ব পেয়েছে। চাল আমদানির ক্ষেত্রে শুল্ক সংক্রান্ত আলোচনা শেষে সভায় সর্বসম্মতভাবে সিদ্ধান্ত গৃহীত হয়।

Advertisement

এমএ/ওআর/বিএ