জাতীয়

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর আলোচনায় ষোড়শ সংশোধনীর পর্যবেক্ষণ

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎকালে ষোড়শ সংশোধনী বাতিল করে দেয়া উচ্চ আদালতের রায়ের পর্যবেক্ষণ নিয়ে আলোচনা হয়েছে। বঙ্গভবন থেকে বেরিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের এ কথা বলেন।

Advertisement

বুধবার রাতে রাষ্ট্রপতির সরকারি বাসভবন বঙ্গভবনে সাক্ষাৎ করতে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, আইনমন্ত্রী আনিসুল হক ও অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমও বঙ্গভবনে উপস্থিত ছিলেন।

ওবায়দুল কাদের বলেন, আলোচনা হয়েছে, আলোচনা চলবে। আলোচনার বিষয়বস্তু বলা যাবে না বলেও মন্তব্য করেন তিনি।

Advertisement

তিনি বলেন, সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দেশের চলমান বন্যা পরিস্থিতি ও সরকারের উদ্যোগ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেছেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ধানমন্ডি ৩২ নম্বর সড়কের অদূরে বোমা বিস্ফোরণের ঘটনা সম্পর্কেও রাষ্ট্রপতিকে জানান প্রধানমন্ত্রী।

এইউএ/বিএ

Advertisement