ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী ৭ জুন ঢাকা রামকৃষ্ণ মঠ ও মিশন পরিদর্শন করবেন। তিনি বাংলাদেশে দু’দিনের সরকারি সফরে আগামী ৬ জুন ঢাকা আসবেন।ঢাকা রামকৃষ্ণ মঠ ও মিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নরেন্দ্র মোদি ৭ জুন সকাল ৯টায় মিশনে আসবেন এবং এখানে প্রায় ২০ মিনিট অবস্থান করবেন। এ সময় তিনি শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ মন্দিরে পূজা দেবেন, সন্যাসীদের সঙ্গে কুশল বিনিময় করবেন এবং তাদের সঙ্গে ফটো সেশনে অংশ নেবেন।রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুহিতানন্দ, ঢাকা মিশনের অধ্যক্ষ স্বামী ধ্রুবেশানন্দ এবং অন্যান্য সন্যাসীরা মিশন চত্বরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে স্বাগত জানাবেন।সনাতন ধর্মের চিরাচরিত নিয়ম অনুযায়ী তিনটি শিশু মোদিকে পুষ্পস্তবক অর্পণ ও চন্দন পরিয়ে দেবে। পরে তাকে মন্দিরে নিয়ে যাওয়া হবে।মিশনের অধ্যক্ষ স্বামী ধ্রুবেশানন্দ ভারতের প্রধানমন্ত্রী মোদিকে ঢাকা রামকৃষ্ণ মঠ ও মিশন এবং শতবর্ষী রামকৃষ্ণ মিশন স্কুলের পক্ষ থেকে ক্রেস্ট ও গুজরাটি ভাষায় লেখা ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ও স্বামী বিবেকান্দের জীবনীচরিত গ্রন্থ উপহার দেবেন।ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরসঙ্গী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের সফরসঙ্গী হিসেবে সেদেশের বিভিন্ন গণমাধ্যমের ৩০ সদস্যের একটি সাংবাদিক প্রতিনিধিদল ঢাকা আসছেন। তারা ঢাকা রামকৃষ্ণ মঠ ও মিশনের আতিথেয়তায় থাকবেন। সাংবাদিক প্রতিনিধি দলটি কলকাতা-ঢাকা-আগরতলা বাসে সড়ক পথে বেনাপোল হয়ে আগামী ৫ জুন সকাল ৬টায় ঢাকা এসে পৌঁছবেন। পশ্চিমবঙ্গের হাউজিং ও ইয়ুথ সার্ভিসেস বিষয়ক মন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস এই প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। এছাড়া পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন বিভাগের প্রিন্সিপাল সেক্রেটারি শ্রী আলাপন বন্দোপাধ্যায়, পশ্চিমবঙ্গ সরকারের মিডিয়া উপদেষ্টা শ্রী প্রদীপ কুমার চক্রবর্তী ও পরিবহন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা সঙ্গে থাকবেন।ঢাকায় ভারতের প্রধানমন্ত্রী এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সফরের সংবাদ সংগ্রহ শেষে সাংবাদিক প্রতিনিধি দলটি আগামী ৮ জুন আগরতলার উদ্দেশে ঢাকা ত্যাগ করবে।একে/আরআই
Advertisement