গণমাধ্যম

কালো কাপড় বেঁধে আন্দোলনের ডাক সাংবাদিক সমাজের

আগামী ২০ আগস্ট মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ সমাবেশের ঘোষণা দিয়েছে সাংবাদিক সমাজ। তথ্যমন্ত্রীর অপসারণ ও নবম ওয়েজবোর্ড বাস্তবায়নের দাবিতে তারা এ কর্মসূচি পালন করবেন।

Advertisement

বুধবার ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) অবস্থান কর্মসূচি পালনকালে সাংবাদিক নেতারা বলেন, ২০ আগস্ট বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হবে।

তারা বলেন, অর্থমন্ত্রী ও তথ্যমন্ত্রী বারবার সাংবাদিক সমাজকে অপমান করছেন। একদিকে অর্থমন্ত্রী সাংবাদিকদের সম্পর্কে অশোভন মন্তব্য করছেন, অন্যদিকে তথ্যমন্ত্রী নবম ওয়েজবোর্ড ঘোষণা না দিয়ে সাংবাদিক সমাজকে তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করছেন। এ অবস্থায় দুই মন্ত্রী যতক্ষণ পর্যন্ত তাদের অবস্থানে থাকবেন ততক্ষণ পর্যন্ত সাংবাদিকদের আন্দোলন অব্যাহত থাকবে।

ডিইউজের সভাপতি শাবান মাহমুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বিএফইউজের সাবেক মহাসচিব আবদুল জলিল ভূঁইয়া, ডিআরইউর সাধারণ সম্পাদক মুরসালিন নোমানী, ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সভাপতি কে এম শহীদুল হক, ডিইউজের সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান মিঞা, প্রচার সম্পাদক আকতার হোসেন, নির্বাহী পরিষদ সদস্য মাহমুদুর রহমান খোকন, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন প্রমুখ।

Advertisement

এমএইচএম/এমআরএম/জেআইএম