নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় একটি অটো রাইস মিলের বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণে প্রায় ২০ জন আহত হয়েছে যাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের মধ্যে আজিজুল ইসলাম নামে একজনের মৃত্যুর খবর তার ভাই নিশ্চিত করলেও পুলিশ নিশ্চিত করতে পারেনি।আজিজুল ইসলামকে প্রায় আধাঘণ্টা পর উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান বলে জানিয়েছেন তার ছোট ভাই রিয়াজুল ইসলাম। তবে পুলিশ বিষয়টি নিশ্চিত করতে পারেনি।আহতদের মধ্যে সোহেল, রাকিব, আলম, সুফিয়া, সুমা, আকলিমা, পারভিন, জুয়েল, রহিম, মাহাবুবু, শিশু জিদনী, লিপি, চম্পা ও মহিউদ্দিনদের নাম জানা গেছে। তাদের মধ্যে ৮ জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের শরীরের অনেকাংশ পুড়ে গেছে।প্রত্যক্ষদর্শী শ্রমিকরা জানায়, উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের সাবেক ইউপি সদস্য হোসেন মিয়ার মালিকানাধীন অটো রাইস মিলে দুপুর সাড়ে ১২টার দিকে বিকট শব্দে বয়লার বিস্ফোরণ হয়। বিস্ফোরণের পর বয়লাটি শতাধিক গজ দূরে পাশের ব্রহ্মপুত্র নদে গিয়ে পড়লে ধানবোঝাই একটি নৌকার মাঝি আজিজুল ইসলাম (৩২) চাপা পড়েন। এ সময় আরো ২০ জন আহত হন। এদিকে, ঘটনার পর পরই হোসেন মেম্বর ও তার লোকজন বাড়িঘরে তালা দিয়ে পালিয়ে গেছে।সোনারগাঁও থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের জানান, দুপুরে ৮ জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে বিকেল ৩টা পর্যন্ত কারো মৃত্যুর সংবাদ পাননি। তবে একজনের মৃত্যুর সংবাদের কথা শোনা গেলেও পুলিশ নিশ্চিত নয়।শাহাদাৎ হোসেন/এআরএ/আরআই
Advertisement