মরক্কো ২০৩০ সাল নাগাদ তাদের ক্ষতিকর গ্রীনহাউস গ্যাসের নিঃসরণ কমপক্ষে ১৩ শতাংশ কমিয়ে আনবে বলে দেশটির পরিবেশ বিষয়ক মন্ত্রী ঘোষণা দিয়েছেন। আগামী ডিসেম্বরে প্যারিসে অনুষ্ঠেয় জাতিসংঘের ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জের (ইউএনএফসিসিসি) ২১তম অধিবেশনের প্রাক্কালে এ ঘোষণা দেয়া হলো।জাতিসংঘ জলবায়ু চুক্তি বিষয়ে মন্ত্রি পর্যায়ের আলোচনা প্যারিস বৈঠকের প্রাক্কালে বর্তমানে বনে অনুষ্ঠিত হচ্ছে। এক ঘোষণায় দেশটির পরিবেশমন্ত্রী হাকিমা এল হাইতি বলেন, মরক্কো ২০৩০ সাল নাগাদ তাদের ক্ষতিকর গ্রীনহাউস গ্যাস নিঃসরণ ১৩ শতাংশ কমিয়ে আনার ব্যাপারে অঙ্গীকারবদ্ধ।তিনি জানান, এ গ্যাস নিঃসরণ হ্রাসে মরক্কোকে প্রায় ১০ বিলিয়ন মার্কিন ডলার ব্যয় বহন করতে হবে।গ্রীনহাউস গ্রাস নিঃসরণের লাগাম টেনে ধরার বিষয় নিয়ে ২০২০ সাল পরবর্তী একটি চুক্তি নিয়ে ইউএনএফসিসিসি’র সদস্যভূক্ত ১৯৫টি দেশের মধ্যকার দীর্ঘ ছয় বছরের বাদানুবাদ প্যারিস সমেম্মলনে সমাধানের চেষ্টা করা হবে।উল্লেখ্য, মরক্কো ২০১৬ সালে ইউএনএফসিসিসি’র ২২তম অধিবেশনের আয়োজন করবে।আরএস/আরআই
Advertisement