আন্তর্জাতিক

নিষেধাজ্ঞা চিরদিন চলতে পারে না : ওবামা

ইরানের বিরুদ্ধে আরোপ করা নিষেধাজ্ঞা চিরদিন চলতে পারে না বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ইসরায়েলের চ্যানেল-টু কে দেয়া সাক্ষাৎকারে এ কথা বলেছেন তিনি। খবর প্রেস টিভি। একই সঙ্গে ওবামা বলেন, মধ্যপ্রাচ্যে ইসরায়েলের যে নীতি পরিচালিত হয়ে আসছে তার পেছনে ভয়-ভীতি রয়েছে। গত শুক্রবার ওবামা চ্যানেল-টু কে এ সাক্ষাৎকার দেন এবং মঙ্গলবার তা সম্প্রচার হয়।ওবামা বলেন, আমার মনে হয় প্রধানমন্ত্রী নেতানিয়াহু সবসময় নিরাপত্তার চিন্তা নিয়ে উন্মুখ থাকেন। তিনি খারাপ কোনো সম্ভাবনা দেখে ভালো সম্ভাবনারও বিরোধিতা করেন এবং সে কারণে আমার মনে ইসরাইলের সরকার এখন এমন করছে। সাক্ষাৎকারে তিনি আরো বলেন, নিষেধাজ্ঞা চিরদিন বহাল রাখা যাবে না এবং ইরানের পরমাণু সমস্যার কোনো সামরিক সমাধান নেই। ইসরাইলের ভয় এবং উদ্বেগের কথা উল্লেখ করে ওবামা বলেন, সামরিক উপায়ে এ সমস্যার সমাধান করা যাবে না এমনকি সে যুদ্ধে যদি যুক্তরাষ্ট্রও অংশ নেয়। তিনি বলেন, সামরিক হামলার কারণে হয়তো ইরানের পরমাণু কর্মসূচির গতি কমবে কিন্তু তা চিরদিনের জন্য বিনাশ করা যাবে না। এএইচ/এমএস

Advertisement