রাঙামাটিতে আইন-শৃংঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে ও ইভটিজিং প্রতিরোধে সাদা পোষাকে মাঠে নামছে পুলিশ। বুধবার সকাল ১০টায় রাঙামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক সভায় এ কথা জানান জেলা প্রশাসন মো. মোস্তফা কামাল।এ সময় সভায় বখাটেদের যে কোন অপ্রীতিকর ঘটনায় মোবাইল কোর্ট পরিচালনাকারি দায়ীত্বরত নির্বাহী ম্যাজিষ্ট্রেটকে আইনের সর্বোচ্চ শাস্তি প্রয়োগের নির্দেশনা প্রদান করা হয়।সভায় রাঙামাটি জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সাইফ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রাঙামাটি জেলা প্রশাসক মো. মোস্তফা কামাল। এসময় আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) হাবিবুর রহমান হাবিব, সিভিল সার্জন ডাঃ মুস্তাফিজুর রহমান প্রমুখ।
Advertisement