পবিত্র হজ পালনের লক্ষ্যে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৬৮ হাজারেরও বেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। হজ চুক্তি অনুযায়ী চলতি বছর বাংলাদেশ থেকে মোট ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে সৌদি যাবেন। হজ অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।
Advertisement
সূত্র জানায়, ১৫ আগস্ট (মঙ্গলবার) ভোররাত পর্যন্ত ৬৮ হাজার ১৫৮ জন হজযাত্রী সৌদি পৌঁছেছেন। এদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৩৩৮ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৬০ হাজার ৮২০ জন রয়েছেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৯৭টি ও সৌদি এয়ারলাইন্সের ১০৪টিসহ মোট ২০১টি ফ্লাইটে এসব হজযাত্রী সৌদি গেছেন। ভিসা জটিলতার কারণে হজযাত্রী সংকটে ইতোমধ্যে ২৬টিরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে।
অপরদিকে, এ পর্যন্ত সর্বমোট ইস্যুকৃত ভিসার সংখ্যা ১ লাখ ১২ হাজার ৮৬৪টি।
Advertisement
অারএম/জেডএ/পিআর