এত দিন সীমিত পরিসরে মেইল সেবা সরবরাহকারী ইনবক্স অ্যাপটি ব্যবহারের সুযোগ দিলেও এখন সীমাবদ্ধতা উঠিয়ে নিচ্ছে মার্কিন প্রতিষ্ঠানটি। সেবাটি ব্যবহার করতে আগে কারো কাছ থেকে আমন্ত্রণ পাওয়া লাগত। কিন্তু এখন থেকে অ্যান্ড্রয়েড ও আইওএস গ্রাহকরা কোনো আমন্ত্রণ ছাড়াই অ্যাপটি ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। খবর টেকটু।সার্চ, মোবাইল অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ও মেইল সেবাই গুগলের মূল পরিচয় বহন করে। এসব সেবার মাধ্যমে প্রতিষ্ঠানটি বিশ্বব্যাপী তাদের অবস্থান শক্ত করতে সক্ষম হচ্ছে। গুগলের জিমেইল সেবাটি এখন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ই-মেইল সেবা। বর্তমানে সেবাটির গ্রাহক সংখ্যা ১০০ কোটির মাইলফলক স্পর্শের দ্বারপ্রান্তে রয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত গুগল ডেভেলপার কনফারেন্সে জিমেইলের গ্রাহক সংখ্যার এ উপাত্ত তুলে ধরেন প্রতিষ্ঠানটির পণ্য বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুন্দর পিচাই।২০১২ সালে জিমেইলের গ্রাহক সংখ্যা ছিল সাড়ে ৪২ কোটি, যা এখন ৯০ কোটিতে দাঁড়িয়েছে। মোবাইল ডিভাইসের কারণে সেবাটির ব্যবহার উল্লেখযোগ্য হারে বেড়েছে বলে উল্লেখ করেন পিচাই। তার মতে, বর্তমানে জিমেইলের ৭৫ শতাংশ গ্রাহক মোবাইল ডিভাইসের মাধ্যমে মেইল চেক করেন।এআরএস
Advertisement