দেশজুড়ে

নলকূপ-সেচপাম্পে চাপ ছাড়াই বের হচ্ছে পানি

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কয়েকটি বাড়ির নলকূপ ও কৃষি জমিতে সেচপাম্পের জন্য বসানো পাইপ দিয়ে এমনিতেই পানি বের হচ্ছে। সোমবার বিকেলে উদাখালি ইউনিয়নের ব্রহ্মপুত্র নদের ব্রহ্মপুত্র বন্যা নিয়ন্ত্রণ বাঁধ সংলগ্ন সিংড়িয়া গ্রামে এ দৃশ্য দেখা যায়।

Advertisement

সরেজমিনে দেখা গেছে, ব্রহ্মপুত্র বন্যা নিয়ন্ত্রণ বাঁধ সংলগ্ন সিংড়িয়া গ্রামের আব্দুল মজিদের বাড়ির টিউবওয়েল ও ফুয়াদ হোসেনের দুইটি সেচপাম্পের জন্য বসানো পাইপ দিয়ে কোনো প্রকার চাপ ছাড়াই পানি উঠছে। এ ছাড়া আরও কয়েকজনের বাড়ির টিউবওয়েল ও সেচপাম্পের জন্য বসানো পাইপ দিয়ে পানি উঠতে দেখা গেছে। এই দৃশ্য দেখতে অনেকেই এসে ভিড় জমান ওই গ্রামে।

সিংড়িয়া গ্রামের স্কুল শিক্ষক আব্দুল গফুর বলেন, নদীতে পানি বৃদ্ধির কারণে ও মাটির নিচে পানির স্তর বৃদ্ধি পাওয়ায় এমনিতেই নলকূপ ও সেচপাম্পের জন্য বসানো পাইপ দিয়ে পানি উঠছে।

ওই গ্রামের কলেজছাত্র মিঠুন মিয়া বলেন, নলকূপ কোনো প্রকার চাপ ছাড়াই এমনিতেই পানি উঠছে। এমনটা আগে কখনো দেখিনি। সম্ভবত ব্রক্ষপুত্র নদের প্রবল পানির চাপ ও মাটির নিচে পানির স্তর বৃদ্ধি পাওয়ায় এমনটা হয়েছে।

Advertisement

গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মো. মাহবুবুর রহমান বলেন, মাটির তলদেশে পানির স্তর বৃদ্ধি পেয়েছে। তাইনলকূপ ও সেচপাম্পগুলোতে কোনো চাপ প্রয়োগ না করেই এমনিতেই পানি উঠছে। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই।

রওশন আলম পাপুল/আরএআর/আইআই