পাকিস্তানের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন চীনের ভাইস প্রেসিডেন্ট ওয়াং ইয়াং। সেখানে তিনি এক বক্তৃতায় বলেন, আমাদের বন্ধুত্ব ইস্পাতের চেয়ে শক্ত, মধুর চেয়েও মিষ্টি।
Advertisement
তিনি বলেন, ‘জটিল সময়ে চীন ও পাকিস্তান সব সময়ই পরস্পরের পাশে দাঁড়িয়েছে।’
ডোকলামের বিতর্কিত এলাকা নিয়ে নয়াদিল্লি ও বেজিংয়ের মধ্যে টানাপড়েনের মধ্যে পাকিস্তানের স্বাধীনতা দিবসে চীনের সঙ্গে তাদের বন্ধুত্বের এই বার্তা বিশেষ তাৎপর্যের বলেই মনে করছেন ভারতীয় কূটনীতিকরা।
একটি প্রতিনিধি দলকে সঙ্গে পাকিস্তানে সফর করছেন চীনের ভাইস প্রেসিডেন্ট। দু’দিনের সফরে রোববার ইসলামাবাদ পৌঁছেছেন তিনি।
Advertisement
স্বাধীনতা দিবসে সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়া আটারি-ওয়াগা সীমান্তে পাকিস্তানের জাতীয় পতাকা উত্তোলন করেন। ১২০ ফুট লম্বা এবং ৮০ ফুট চওড়া এই পতাকা পাকিস্তানের সবচেয়ে বড় জাতীয় পতাকা।
টিটিএন/জেআইএম