অর্থনীতি

নতুন মূসক আইনে তরুণ ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবে

নতুন মূসক আইনে উঠতি ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বুধবার দুপুরে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২’ বিষয়ক এক সেমিনারে এ কথা বলেন তিনি।তোফায়েল আহমেদ বলেন, ‘আমাদের দেশের অর্থনীতি এগিয়ে নিয়ে যাচ্ছেন ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের বিভিন্ন ক্ষোভ থাকতে পারে। আমারা মনে করি আইনটি ভালো। তবে এ আইনে উঠতি ব্যবসায়ীদের ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।’বাণিজ্যমন্ত্রী বলেন, ‘উঠতি ব্যবসায়ীদের বিষয়টি আমাদের গুরুত্ব সহকারে নিতে হবে। যারা বড় ব্যবসায়ী, বড় শিল্পপতী তারা হয়ত এ আইন দ্বারা উপকৃত হবেন। এ আইন কার্যকর করার আগে একটি কমিটি গঠন করা প্রয়োজন।’ মন্ত্রী এ সময় বলেন, ‘২২ বিলিয়ন ডলার আমাদের রিজার্ভ। আইএমএফের টাকা নেওয়া আমাদের কোনো প্রয়োজন নেই।’

Advertisement