নতুন মূসক আইনে উঠতি ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বুধবার দুপুরে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২’ বিষয়ক এক সেমিনারে এ কথা বলেন তিনি।তোফায়েল আহমেদ বলেন, ‘আমাদের দেশের অর্থনীতি এগিয়ে নিয়ে যাচ্ছেন ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের বিভিন্ন ক্ষোভ থাকতে পারে। আমারা মনে করি আইনটি ভালো। তবে এ আইনে উঠতি ব্যবসায়ীদের ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।’বাণিজ্যমন্ত্রী বলেন, ‘উঠতি ব্যবসায়ীদের বিষয়টি আমাদের গুরুত্ব সহকারে নিতে হবে। যারা বড় ব্যবসায়ী, বড় শিল্পপতী তারা হয়ত এ আইন দ্বারা উপকৃত হবেন। এ আইন কার্যকর করার আগে একটি কমিটি গঠন করা প্রয়োজন।’ মন্ত্রী এ সময় বলেন, ‘২২ বিলিয়ন ডলার আমাদের রিজার্ভ। আইএমএফের টাকা নেওয়া আমাদের কোনো প্রয়োজন নেই।’
Advertisement