খেলাধুলা

অফ স্পিনে সমস্যা নেই মুমিনুলের

মুমিনুল হক শেষ টেস্ট খেলেছিলেন শ্রীলঙ্কার বিপক্ষে। দুই ইনিংসেই অফ স্পিনার দিলরুয়ান পেরারার বলে লেগ বিফরের ফাঁদে পড়েন। দুই ইনিংস মিলিয়ে রান করেন মাত্র ১২ (৭ ও ৫)। তাই প্রশ্ন ওঠে, মুমিনুল কি অফ স্পিনে দুর্বল কিনা? এ প্রশ্নের জবাব নিজেই দিয়েছেন মুমিনুল। জানিয়েছেন, অফ স্পিনে তার কোনো দুর্বলতা নেই।

Advertisement

আজ (সোমবার) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) লাউঞ্জে বসে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

অফ স্পিন নিয়ে দুর্বলতা না থাকার ব্যাপারে এই বাঁহাতি ব্যাটসম্যান বলেন, ‘সব ব্যাটসম্যানই আউট হয়। আমিও সেভাবেই আউট হয়েছি। এতে প্রমাণ হয় না যে আমি অফ স্পিনে দুর্বল। তবে আমি আমার ব্যাটিং দুর্বলতাগুলো নিয়ে নিয়মিত কাজ করছি।’

প্র্যাকটিস ম্যাচে সেঞ্চুরি না পাওয়া নিয়েও আক্ষেপ করেন কক্সবাজারের এই ব্যাটসম্যান। আক্ষেপ করে তিনি বলেন, ‘প্রস্তুতি ম্যাচে আমি সেঞ্চুরি করতে পারলে ভালো হতো। এমন ম্যাচে সেঞ্চুরি পাওয়াটা আমার উচিত ছিল। তাহলে আমার ব্যাটিং প্র্যাকটিসটা আরও ভালো হতো।’

Advertisement

টেস্ট দলে সুযোগ পাওয়ার ব্যাপারে প্রশ্ন করা হলে মুমিনুল বলেন, ‘আমি আমার মতো প্র্যাকটিস করে যাচ্ছি। সমস্যাগুলো নিয়ে কাজ করছি। ম্যানেজমেন্ট যদি মনে করে, তাহলে চেষ্টা করব ভালো কিছু করার।’

ঘুরেফিরে বারবার মমিনুলের দিকে প্রশ্ন ছুড়ে দেয়া হয়, অফ স্পিনের বিপক্ষে খেলার জন্য আলাদা কোনো কাজ করছে কিনা? তিনি স্পষ্টই বলে দেন প্রতিবার, শুধু অফ স্পিনের বিপক্ষেই নয়। সব ধরনের বল খেলার ব্যাপারেই নিজেকে প্রস্তুত করছেন তিনি।

শেষ টেস্টে খুব একটা ভালো রান না আসায় কিছুটা হতাশায় ভুগছেন কিনা? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সব ক্রিকেটারের জীবনেই এমন সময় আসে। তারপর তাকে আবার পরিশ্রম করতে হয় ফিরে আসার জন্য। আমিও করছি। টিম ম্যানেজমেন্ট আর পরিবার আমাকে সবসময় ফিরে আসার ব্যাপারে অনুপ্রেরণা দিচ্ছে।’

আসন্ন টেস্ট সিরিজে যেমন ভালো কিছু দলকে দিতে চান এই মিডেল অর্ডার ব্যাটসম্যান, তেমনই অস্ট্রেলিয়াকে আলাদা চোখেও দেখতে চাচ্ছেন না তিনি। অন্য দলগুলোর মতোই অস্ট্রেলিয়াকে প্রতিপক্ষ হিসেবে নিচ্ছেন তিনি।

Advertisement

এমএএন/এনইউ/এমএস