বিচারকদের অভিশংসনের ক্ষমতা জাতীয় সংসদের হাতে ন্যাস্ত করার প্রতিবাদে দিনাজপুরে আয়োজিত বিএনপি’র বিক্ষোভ মিছিলে দু’গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। বুধবার সকাল সাড়ে ১১ টায় এ ঘটনা ঘটে। এ সময় আতঙ্কে ওই এলাকার সব দোকান-পাট বন্ধ হয়ে যায়। জানা যায়, জেলা বিএনপি’র কার্যালয় থেকে সাধারন সম্পাদক মুকুর চৌধুরীর নেতৃত্বে একটি মিছিল বের হয়। মিছিলে জেলা বিএনপি’র সভাপতি লুৎফর রহমান মিন্টুসহ ২০ দলীয় জোটের কোন অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন না। মিছিলটি শহর প্রদক্ষিণ করে নিমতলা মোড় অতিক্রম করার সময় সভাপতি লুৎফর রহমান মিন্টুর অনুগত যুবদলের জাহাঙ্গীর আলম ও মাসুদ আলমের নেতৃত্বে একটি গ্রুপ তাদেরকে ধাওয়া দেয়। এ সময় অস্ত্র-শস্ত্রসহ দু’গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ ব্যাপারে দিনাজপুর জেলা বিএনপির সভাপতি লুৎফর রহমান মিন্টু জানান, এটা কোন জোটের মিছিল হয়নি। এটি হয়েছে ব্যক্তির মিছিল। জোটের মিছিল বিকেলে অনুষ্ঠিত হবে বলে তিনি জানান।উল্লেখ্য, উপজেলা নির্বাচনে প্রার্থী মনোনয়ন এবং দলীয় প্রার্থীদের পরাজয়ের জের ধরে দুইভাগে বিভক্ত হয়ে পড়ে জেলা বিএনপি।
Advertisement