গাড়ি চোরাচালান চক্রের সাথে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথোরিটির (বিআরটিএ) কর্মকর্তা জড়িত। তাদের যোগসাজশে রাজধানীতে গাড়ি চোরাচালান হচ্ছে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (উত্তর) উপ-কমিশনার শেখ নাজমুল আলম।মঙ্গলবার বেলা সাড়ে তিনটার দিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।সোমবার দিবাড়দ রাতে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গাড়ি চোরাচালান চক্রের চার সদস্যকে গ্রেফতার করে ডিবি পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- মো. শহিদুল ইসলাম, মো. বোরহান রব্বানী, নির্মল সরকার এবং নাজমুল হুদা।শেখ নাজমুল আলম বলেন, গাড়ি চোরাচালান চক্রের সঙ্গে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথোরিটির (বিআরটিএ) কিছু অসাধু কর্মকর্তা জজিত রয়েছেন। তাদের যোগসাজসেই অবৈধ কাগজপত্রের মাধ্যমে চোরাচালান চক্রগুলো সক্রিয় রয়েছে।এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গাড়ি চোরাচালান চক্রের সাথে যারা জড়িত তারা মূলত মাদক ব্যবসার কাজে সহায়ক হিসেবেই গাড়িগুলো ব্যবহার করে থাকে।শেখ নাজমুল আলম আরো বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (পূর্ব) উপ-কমিশনার মো. জাহাঙ্গীর হোসেন মাতুব্বরের নেতৃত্বে সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছথেকে ছয়টি প্রাইভেট কার এবং একটি মোটর সাইকেল উদ্ধার করা হয়।## রাজধানীতে গাড়ি চোর চক্রের ৪ সদস্য গ্রেফতারজেইউ/এসএইচএস/আরআই
Advertisement