ফিচার

কানাডা-বাংলাদেশ ফেস্টিভ্যাল উদযাপন

কানাডার ১৫০ বছর পূর্তি উপলক্ষে উদযাপিত হলো কানাডা-বাংলাদেশ ফেস্টিভ্যাল। সম্প্রতি দেশটির টরেন্টো শহরে বসবাসকারী বাংলাদেশিদের উদ্যোগে এ ফেস্টিভ্যাল উদযাপিত হয়।

Advertisement

ভারত, নেপাল, রুয়ান্ডা, কানাডা এবং বাংলাদেশের নৃত্য এবং সংগীত শিল্পীদের পরিবেশনার পাশাপাশি মানসিক প্রতিবন্ধীদের নৃত্য পরিবেশনায় মুখরিত ছিলো টরেন্টোর বাংলাদেশি অধ্যুষিত এলাকা ড্যানফোর্থ এবং ভিক্টোরিয়া পার্ক এলাকার ডেন্টোনিয়া পার্ক।

শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতার মধ্যদিয়ে দিনব্যাপী উৎসবের শুরু হয়। এরপর জাদু প্রদর্শনী, ডিজনির বিখ্যাত চরিত্র মিকি এবং মিনি মাউসের সঙ্গে ছোট্ট বন্ধুদের ছবি তোলা, ফটো বুথ, মাল্টিকালচারাল শো’র সমাপনী হয় টরেন্টোতে বসবাসকারী বিখ্যাত সংগীত এবং নৃত্যশিল্পীদের পরিবেশনায়। সাংস্কৃতিক অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিলো দেশ-বিদেশের শিল্পীদের পরিবেশনা এবং বাংলাদেশের কিংবদন্তি শিল্পী তপন চৌধুরীর মন মাতানো গান।

অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য নাথানিয়েল এবং কাউন্সিলর জ্যানেট ড্যাভিস উপস্থিত ছিলেন। এছাড়া কানাডার বিভিন্ন রাজ্য, আমেরিকা এবং ইংল্যান্ড থেকে আগত বাংলাদেশি দর্শকদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো।

Advertisement

অনুষ্ঠানে উদ্বোধনী এবং সমাপনী বক্তব্য দেন কনভেনর সৈয়দ শামসুল আলম।

এসইউ//আইআই