প্রস্তাবিত অষ্টম জাতীয় বেতন কাঠামোতে সচিব কমিটির বৈষম্যমূলক সুপারিশের প্রতিবাদে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) কালো ব্যাচ ধারণ ও দু` ঘণ্টা কর্মবিরতি পালন করেছে জবি শিক্ষক সমিতি। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ে পূর্ব ঘোষিত ১১ টা থেকে ১ টা পর্যন্ত কালো ব্যাচ ধারণ করে কর্মবিরতি পালন করে তারা।শিক্ষক সমিতির নেতারা অবিলম্বে শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন কাঠামো ঘোষণা ও তা বাস্তবায়নের দাবি জানান। জবি শিক্ষক সমিতি আরো দাবি করেন, প্রস্তাবিত ৮ম জাতীয় বেতন কাঠামোতে স্বতন্ত্র বেতন স্কেলে সিনিয়র অধ্যাপকদের (সিলেকশন গ্রেড) বেতন কাঠামো পদায়িত সচিবদের বেতন কাঠামো থেকে দুই ধাপ নিচে বিবেচনা করা এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ৭ম বেতন কাঠামো থেকেও দুই ধাপ কমিয়ে আনা হয়েছে । বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন কাঠামো প্রণয়ন না করা পর্যন্ত টাইম স্কেল ও সিলেকশন গ্রেড অব্যাহত রাখার পাশাপাশি সিনিয়র অধ্যাপক ও অধ্যাপকবৃন্দের মূল বেতন যথাক্রমে সিনিয়র সচিব ও পদায়িত সচিবের সমতূল্য করার জোর দাবি জানান তারা। এছাড়া ওয়ারেন্ট অব প্রিসিডেন্স শিক্ষকদের যথাযথ মর্যাদা সমুন্নত রাখার দাবি জানানো হয় কর্মসূচি থেকে।এসএস/আরআইপি
Advertisement