দেশজুড়ে

জামালপুরে বন্যা পরিস্থিতির অবনতি

যমুনা ও ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি অব্যাহত থাকায় জামালপুরের সার্বিক বন্যা পরিস্থিতির ভয়াবহ অবনতি হয়েছে। গেলো ২৪ ঘণ্টায় যমুনার পানি ৫৬ সেন্টিমিটার বেড়ে আজ সোমবার সকালে বাহাদুরাবাদ পয়েন্টে বিপদসীমার ১১৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

Advertisement

যমুনা, ব্রহ্মপুত্রসহ শাখা নদীগুলোর পানি বাড়ছে হু হু করে। নতুন করে বন্যা প্লাবিত হয়েছে ইসলামপুর ও দেওয়ানগঞ্জ উপজেলার বিস্তীর্ণ এলাকা। সবমিলিয়ে দেওয়ানগঞ্জ, ইসলামপুর ও মেলান্দহ উপজেলার ১৫টি ইউনিয়নের লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।

সড়ক তলিয়ে যাওয়ায় বন্ধ হয়ে গেছে মেলান্দহ-মাহমুদপুর ও ইসলামপুরের আমতলী-শিংভাঙ্গা সড়ক যোগাযোগ। বন্ধ ঘোষণা করা হয়েছে জেলার ৭৮টি শিক্ষা প্রতিষ্ঠান। তলিয়ে গেছে বিস্তীর্ণ এলাকার রোপা আমন ও বীজতলা।

জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক রাসেল সাবরিন জানিয়েছেন, প্রশাসনের পক্ষ থেকে বন্যা কবলিত এলাকায় ত্রাণ তৎপরতা চলছে। বন্যা দুর্গত ইসলামপুর ও দেওয়ানগঞ্জ উপজেলায় ১৫ মেট্রিক টন চাল ও ২০ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়েছে।

Advertisement

শুভ্র মেহেদী/এফএ/আইআই