দেশজুড়ে

ববিতা নির্যাতন মামলার আসামিদের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন

নড়াইলে গাছের সঙ্গে বেঁধে গৃহবধূ ববিতাকে নির্যাতনের মামলার আাসামিদের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। নাগরিক অধিকার সংরক্ষণ কমিটি নড়াইল জেলা শাখার আয়োজনে মঙ্গলবার দুপুর দেড়টায় আদালত সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন অ্যাডভোকেট রমা রানী রায়, সাংবাদিক কার্ত্তিক দাস, কানন বালা প্রমুখ। পরে মিছিল সহকারে জেলা প্রশাসনের কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসাক আব্দুল গাফফার খানের নিকট স্মারকলিপি দেয়া হয়।স্মারকলিপিতে উল্লেখ করা হয়, মামলার ৬ নং আসামি আজিজুর রহমান আজু আদালতে আত্মসমর্পণের দু`দিনের মধ্যে অর্ন্তবর্তীকালীন জামিন পেয়ে বাড়িতে গিয়ে মামলার স্বাক্ষীদের হুমকি ও নির্যাতিত ববিতার ভাই হাদিউজ্জামানকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। বর্তমানে মামলার বাদী ও স্বাক্ষীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে উল্লেখ করা হয়েছে।উল্লেখ্য, গত ৩০ এপ্রিল জেলার লোহাগড়া উপজেলার শালবরাত গ্রামের ছালাম শেখের ছেলে সেনাসদস্য শফিকুল শেখের স্ত্রী ববিতা খানমকে গাছের সঙ্গে বেঁধে অমানবিক নির্যাতন চালানো হয়। ঘটনার ৫ দিন পর গত ৫ এপ্রিল আদালতে নির্যাতিতার মা খাদিজা বেগম বাদী হয়ে শফিকুল, তার বাবা ও মাসহ ৭ জনকে আসামি করে লোহাগড়া থানায় মামলা দায়ের করেন।এ ঘটনায় স্বামীসহ অন্য আসামিদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতারের নির্দেশ দেন হাইকোর্ট। বর্তমানে ববিতার স্বামী, শ্বশুর, শাশুড়িসহ ৬ আসামি জেল-হাজতে রয়েছে।হাফিজুল নিলু/এসএস/আরআইপি

Advertisement