জাতীয়

দুষ্কৃতিরা শিক্ষার মান নিয়ে গুজব রটাচ্ছে : শিক্ষামন্ত্রী

যখন দেশে ছেলে-মেয়েরা ভালো ফলাফল করে দেশের সুনাম বয়ে আনছে তখন কিছু দুষ্কৃতিরা শিক্ষার মান ভালো না বলে গুজব রটাচ্ছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম  নাহিদ। বুধবার সকাল ১১ টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) নার্সারী স্কুলের নাম পরিবর্তন করে শেখ রাসেল মডেল স্কুলের নতুন ভিত্তি প্রস্তর স্থাপন শেষে তিনি এ কথা বলেন।শিক্ষামন্ত্রী বলেন, আমাদের শিক্ষার মান পরিবর্তন করতে হবে। যেন এদেশের শিশুরা আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে পারে এবং বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে পারে। আমরা এ প্রচেষ্টায় আছি। কিন্তু যখন দেশে ছেলে-মেয়েরা ভালো ফলাফল করে দেশের সুনাম বয়ে আনছে তখন কিছু দুষ্কৃতিরা আমাদের শিক্ষর মান ভালো না বলে গুজব রটাচ্ছে।তিনি আরও বলে,  এ স্কুলটি বিশবিদ্যালয়ের ভিতরে স্থাপন করা হয়েছে। তাই এর সকল সমস্যা সমাধানে বিশ্ববিদ্যালয় থেকে দেখাশুনা করা ও এর মান উন্নায়ন করবে। শেখ রাসেলের কথার স্মরণ করে শিক্ষামন্ত্রী বলেন, ঘাতক দলেরা ৭৫ সালে এ ছোট শিশুকে বুলেটের আঘাতে হত্যা করে। সে বেঁচে থাকলে এই শিশুদের মত পড়াশুরা করে বড় হত। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয় ভিসি প্রফেসর ড.মুহম্মদ মিজানউদ্দিন, প্রো-ভিসি প্রফেসর চৌধুরী সারওয়ার জাহান, অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান ড. খন্দকার বজলুল হক, ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আব্দুল হামিদ, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর সায়েন উদ্দীন আহমেদ, রেজিস্টার প্রফেসর এন্তাজুল হক, ছাত্র উপদেষ্টা প্রফেসর ছাদেকুল আরেফিন মাতিন,  প্রফেসর গোলম কবির প্রমুখ।

Advertisement