খেলাধুলা

তাসকিনদের বোলিং অনুশীলনের এক ঝলক

দ্বিতীয় দফায় ঢাকায় শুরু হয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অনুশীলন। চট্টগ্রামে এক সপ্তাহ নিজেদের ঝালিয়ে ক্রিকেটাররা ঢাকায় ফিরেছেন গতকাল বিকেলেই। বিশ্রামের কোনো সুযোগ মেলেনি। আজই বিকেলে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ক্রিকেটাররা নেমে পড়েছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের প্রস্তুতিতে।

Advertisement

দুপুর ২টায় শুরু হয় ক্রিকেটারদের অনুশীলন। শুরু থেকেই ব্যাট-বলের অনুশীলন। ক্রিকেটারদের সোজা নিয়ে যাওয়া হলো নেটে। সেখানে পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালসের অধীনে পেসাররা নিবিড়ভাবে বোলিং অনুশীলন করে যাচ্ছেন। মোস্তাফিজ, রুবেল, তাসকিনদের নেটে দেখা গেলো বেশ সিরিয়াস। ব্যাটসম্যানদের একটানা বল করে যেতে দেখা গেলো পেসারদের। আল-আমিন, সৌম্য সরকারও নেটে বল করে ঘাম ঝরালেন।

মোস্তাফিজ-তাসকিনদের বিপক্ষে নেটে নিজেদের ঝালিয়ে নেয়ার কাজ করেছেন ব্যাটসম্যানরা। মুশফিক, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান কিংবা ইমরুল কায়েসদের দেখা গেলো ব্যাট করতে। মাহমুদুল্লাহকে নেটে বল করতে দেখা গেলো সন্দেহজনক অ্যাকশনের দায়ে অভিযুক্ত স্পিনার সঞ্জিত সাহাকেও।

অনুশীলনের সময় সেখানে উপস্থিত ছিলেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে, প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু, ট্রেনার মারিও ভিল্লাভারায়ন।

Advertisement

এমএএন/আইএইচএস/আরআইপি