বিনোদন

ভিঞ্চির চরিত্রে লিওনার্দো ডি ক্যাপ্রিও

অস্কারজয়ী হলিউড অভিনেতা লিওনার্দো ডি ক্যাপ্রিও। ছোট বেলায় মায়ের গর্ভে থাকতে তার মা একবার ইতালিয়ান জাদুঘরে ঘুরতে যান। সেখানেই তিনি প্রথমবার লিওনার্দোর নড়াচড়া অনুভব করেন। আর ঠিক সেই মুহুর্তে তিনি ছিলেন বিখ্যাত চিত্রকর লিওনার্দো দ্য ভিঞ্চির একটি চিত্রশিল্পের সামনে।

Advertisement

আর সে কারণেই কিনা সিদ্ধান্ত নিয়েছিলেন পুত্র হলে লিওনার্দো দ্য ভিঞ্চির নামে নাম মিলিয়ে রাখবেন। আর জন্মের পর মায়ের মুখ থেকে এমন গল্প শুনেই বিশ্বখ্যাত এই চিতকরের প্রতি অন্যরকম টান ও প্রেম বোধ করেন লিওনার্দো।

অভিনেতা হবার পর ক্যাপ্রিওর মনে একটা বাসনা ছিলো বিখ্যাত এই চিত্রশিল্পীর ভূমিকায় অভিনয়ের। সেই স্বপ্ন এবার পূরণ হতে যাচ্ছে তার। সম্প্রতি লিওনার্দো দ্য ভিঞ্চির বায়োগ্রাফিতে চুক্তিবদ্ধ হয়েছেন ক্যাপ্রিও। ছবিটি প্রযোজনা করবেন প্যারামাউন্ট প্রযোজনা প্রতিষ্ঠান।

লিওনার্দো দ্য ভিঞ্চির চরিত্রে কাজ করা প্রসঙ্গে ক্যাপ্রিও এটিকে তার ‘ড্রিম ওয়ার্ক’ বলে উল্লেখ করেন।

Advertisement

১৯৫২ সালে জন্মগ্রহণ করা ইতালিয়ান চিত্রকর ভিঞ্চি তার অসাধারণ কর্ম মোনালিসার জন্যে বিশ্বজুড়ে নন্দিত হয়েছিলেন।

আরএএইচ/এলএ