নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল এম ফরিদ হাবিব বলেছেন, উপকূলীয় অঞ্চলসমূহের চোরাচালান ও জলদস্যুতাবিরোধী অভিযানের মাধ্যমে দেশের অর্থনৈতিক অগ্রগতিতে নৌবাহিনীর ভূমিকা আজ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃত এবং প্রশংসিত। দেশের সীমানা পেরিয়ে আমাদের জাহাজ `বানৌজা আলী হায়দার` ও `নির্মূল` ভূমধ্যসাগরে এবং `বানৌজা দর্শক` মালিতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে বৈদেশিক মুদ্রা অর্জনসহ দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে।খুলনাস্থ নৌবাহিনী ঘাঁটি তিতুমীর প্যারেড গ্রাউন্ডে বাংলাদেশ নৌবাহিনীর এ/২০১৫ ব্যাচের ছয়`শ সাতজন নবীণ নাবিকের শিক্ষা সমাপনীর কুচকাওয়াজ অনুষ্ঠানে মঙ্গলবার তিনি এ কথা বলেন। তিনি বালেন, প্রধানমন্ত্রীর যুগোপযোগী সিদ্ধান্তে চীনে দুটি আধুনিক কর্ভেট নির্মাণ কাজ চলমান রয়েছে। সম্প্রতি চীন থেকে আনা অত্যাধুনিক মিসাইল সম্বলিত দুইটি ফ্রিগেট এবং দুইটি লার্জ পেট্রল, ক্রাফট, যুক্তরাষ্ট্র থেকে প্রাপ্ত একটি কাটার নৌবাহিনীতে কমিশন করা হয়েছে। অপর একটি কাটার ক্লাশ ফ্রিগেট যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে আসার অপেক্ষায় রয়েছে। সরকারের সুদূরপ্রসারী পরিকল্পনা অনুযায়ী চীন থেকে দুইটি সাবমেরিন অচিরেই নৌবহরে যুক্ত হবে; এ দুটি সংরক্ষণের জন্য পটুয়াখালী জেলার রাবনাবাদে নেভাল এভিয়েশন সুবিধা সম্বলিত অত্যাধুনিক সাবমেরিক ঘাঁটি বানৌজা শের-ই-বাংলা’র উন্নয়ন কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে।তিনি নবীণ নাবিকদের অর্জিত জ্ঞান যথাযথভাবে কাজে লাগিয়ে নিজেদেরকে যোগ্য নাবিক হিসেবে গড়ে তোলা এবং অর্জিত শিক্ষাকে ভবিষ্যতে কর্মজীবনে প্রয়োগের মাধ্যমে জাতীয় নিরাপত্তা ও অগ্রগতির পথে সঠিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান।অনুষ্ঠানে নৌবাহিনীর এ/২০১৫ ব্যাচের নবীণ নাবিকদের মধ্যে মো. নূর আমীন, ডিই/ইউসি/ইউটি পেশাগত ও সকল বিষয়ে সেরা চৌকস নাবিক হওয়ার গৌরব অর্জন করেন। অনন্য এ সাফল্যের জন্য নৌবাহিনী প্রধান তাকে ‘নৌ প্রধান পদক’ প্রদান করেন। এছাড়া হৃদয় হাসান, ডিই/ইউসি/ইউটি দ্বিতীয় স্থান অধিকার করে ‘কমখুল পদক’ এবং মো. সেলিম আহমেদ, ডিই/ইউসি/ইউটি, তৃতীয় স্থান অধিকার করে ‘তিতুমীর পদক’ লাভ করেন।এসময় অন্যান্যের মধ্যে সহকারী নৌবাহিনী প্রধান(পার্সোনেল), নৌ সদরের পরিচালকগণ, খুলনা নৌ অঞ্চলের আঞ্চলিক কমান্ডার, খুলনা ও যশোর এলাকার পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা, নবীণ নাবিকদের পরিবারের সদস্যরা এবং গণমাধ্যম প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।আলমগীর হান্নান/এসএস/এমএস
Advertisement