জাতীয়

রাজশাহী থেকে ঢাকা চিড়িয়াখানায় স্ত্রী ঘড়িয়াল

ঢাকা চিড়িয়াখানায় ঘড়িয়ালের সংখ্যায় ভারসাম্য আনার জন্য রাজশাহী শহীদ এএইচএম কামারুজ্জামান চিড়িয়াখানা ও কেন্দ্রীয় উদ্যান থেকে আনা হয়েছে একটি স্ত্রী ঘড়িয়াল।

Advertisement

শনিবার দুপুরে ঘড়িয়ালটিকে ঢাকায় আনা হয়। ঘড়িয়ালটির বয়স ২০ বছর।

এ ছাড়া ঢাকা চিড়িয়াখানা থেকে একটি পুরুষ ঘড়িয়ালকে রাজশাহীতে পাঠানো হবে।

চিড়িয়াখানার নিঃসঙ্গ এবং বেশি বয়সী প্রাণীদের জন্যও একই ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে।

Advertisement

চৈত্র মাস ঘড়িয়ালের প্রজনন ঋতু। মূলত এ সময় সামনে রেখেই এসব ব্যবস্থা নেয়া হচ্ছে। ঘড়িয়াল সাধারণত ৫০ বছর প্রজননক্ষম থাকে। এদের জীবনকাল ১০০ বছর পর্যন্ত দীর্ঘ হয়।

এই মুহূর্তে রংপুরে চারটি স্ত্রী ঘড়িয়াল, ঢাকায় চারটি পুরুষ, রাজশাহীতে দুটি স্ত্রী ও বঙ্গবন্ধু সাফারি পার্কে একটি পুরুষ ঘড়িয়াল রয়েছে।

চিড়িয়াখানায় ১১টি ঘড়িয়াল ছাড়াও দেশের বড় নদীগুলোতে সম্প্রতি ৫৮টির মতো ঘড়িয়াল দেখা গেছে বলে খবর পাওয়া গেছে।

এনএফ/এমএস

Advertisement