দেশজুড়ে

তিস্তার উজানে ভেসে আসলো ভারতের ৬ নবজাতকের মৃতদেহ

নীলফামারীর ডিমলায় তিস্তার উজানের ঢলে ভেসে আসলো ভারতের ৬ নবজাতকের মরদেহ। মঙ্গলবার সকালে এলাকাবাসী পলথিন ব্যাগে বস্তাবন্দি ৬টি নবজাতকের মরদেহ দেখে পুলিশ ও বিজিবিকে সংবাদ দেন। বার্নিরঘাট ক্যাম্প সংলগ্ন উত্তর খড়িবাড়ী গ্রামে তিস্তা নদীর ধারে এলাকাবাসী মরদেহগুলো আটক করেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলোর সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য জেলার মর্গে পাঠানোর ব্যবস্থা নেয়। নবজাতকের মরদেহ দেখতে এলাকার শত শত জনতা তিস্তার পাড়ে ভিড় জমাচ্ছেন।ডিমলা থানার সাব ইন্সপেক্টর সাহাবুদ্দিন জাগো নিউজকে জানান, মরদেহগুলোর সুরতহাল করা হয়েছে। ৩-৪ মাসের ভ্রুণ হতে পারে। শারীরিক আকৃতি না থাকায় নবজাতকের চেহারা ও লিঙ্গ নিশ্চিত করা যাচ্ছে না। পুলিশ ধারণা করছে গর্ভপাত ঘটনোর কারণে নবজাতকের আকৃতি পরিপূরক হয়নি। এ ব্যাপারে টেপাখড়িবাড়ী ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম শাহিন জাগো নিউজকে জানান, তিস্তার উজান থেকে সোমবারের পাহাড়ি ঢলে নবজাতকের মরদেহগুলো ভারত থেকে আসতে পারে। ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রহুল আমিন খান জাগো নিউজকে জানান, অবৈধ গর্ভধারণের কারণে উক্ত গর্ভপাত ঘটনা হতে পারে। ভ্রুণের কারণে সুরতহালে নিশ্চিত হওয়া যাচ্ছে না আসল রহস্য। তবে ময়নাতদন্তের জন্য মরদেহগুলো জেলার মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।জাহেদুল ইসলাম/এমজেড/পিআর

Advertisement