তথ্যপ্রযুক্তি

স্মার্ট ক্যাম্পাস নিয়ে ‘শিখবে সবাই’

স্মার্ট ক্যাম্পাস চালু করল ‘শিখবে সবাই’। ফ্রিল্যান্সিং খাতে কর্মসংস্থানের লক্ষ্যে শুক্রবার বিকালে আনুষ্ঠানিক ভাবে এই উদ্যোগের উদ্বোধন করা হয়।

Advertisement

রাজধানীর বনানীতে অবস্থিত এই ক্যাম্পাসে রয়েছে স্মার্ট ক্লাস রুম, অন ডে অ্যান্টিভিটি, ফ্রিল্যান্সিং সাপোর্ট সেন্টার, অনলাইন লাইভ ক্লাস রুম, মেন্টরশিপ প্রোগ্রাম, শতভাগ জব সাকসেস, সফটস্কিল এবং ফ্রিল্যান্সিং মেন্টরসহ আরো অনেক সুবিধা।

শিখবে সবাই’র সিইও শাকিল মাহমুদ বলেন, সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য ফ্রিল্যান্সিংয়ের যে উদ্যোগ হাতে নিয়েছে, সে উদ্যোগকে আরো সফল করার জন্য শিখবে সবাই কাজ করছে।

শিখবে সবাই’র সিওও এবং মেন্টর রিফাত এম হক বলেন, গ্লোবাল মার্কেটপ্লেসে শুধুমাত্র অ্যাকাউন্ট খোলাকে ফ্রিল্যান্সিং বলে না। ফ্রিল্যান্সার হতে হলে যে কোনো একটি বা তার অধিক বিষয়ের ওপর দক্ষ হতে হবে।

Advertisement

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জুমশেপারের সিইও কাওসার আহমেদ, পাইওনিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডর বাংলাদেশ ইমরাজিনা আই খান, পাইওনিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডর বাংলাদেশ সোয়েব মোহাম্মদ, মিডিয়া ব্যক্তিত্ব শারমিন লাকি, পারফিউম ওয়ার্ল্ড এর সিইও খন্দকার নজরুল ইসলামসহ আরো অনেকে।

এএ/আরআইপি