সালমান শাহের খুনিদের শাস্তির দাবিতে দেশব্যাপী আন্দোলনে নামছে সালমান শাহ ঐক্য জোট। সংগঠনটির যুগ্ম আহ্বায়ক কবি এসপি সেবু সিলেট থেকে জাগো নিউজকে এমনটা জানান।
Advertisement
তিনি বলেন, আজ শনিবার সিলেটে সালমান শাহের খুনিদের হত্যার দাবিতে বিক্ষোভ মিছিল ছিল। কিন্তু বৃষ্টির কারণে সেটা হয়নি।
সেবু বলেন, ‘আমরা কর্মীরা সংক্ষিপ্ত আলোচনা করি সিলেটের সালমান শাহের দারিয়াপাড়ার বাসার সামনে। আমাদের এই আলোচনা সভার নেতৃত্ব দিয়েছেন সালমান শাহ ঐক্য জোটের কেন্দ্রীয় আহ্বায়ক ও সালমান শাহের মামা আলমগীর কুমকুম। সেখানে পরবর্তী কর্মসূচির পরিকল্পনা করা হয়।’
এ ব্যাপারে আলমগীর কুমকুম জাগো নিউজকে বলেন, ‘পরবর্তী কর্মসূচি হিসেবে সালমান শাহ ঐক্য জোটের পক্ষ থেকে আগামী ৫ সেপ্টেম্বর গণঅনশন ও বিক্ষোভ মিছিল করা হবে। এরপর ৬ সেপ্টেম্বর সারাদেশের ৮টি বিভাগের মোট ৪৫টি সংগঠনের সমন্বয়ে গঠিত সালমান ঐক্য জোট থেকে অর্ধদিবস কিংবা পূর্ণদিবস হরতালের ডাক দেয়া হবে।’
Advertisement
এদিকে কবি এসপি সেবু বলেন, ‘আমাদের দাবি একটাই। সালমান শাহের খুনিদের ফাঁসি চাই। মৃত্যুর ২১ বছর পর এসে নতুন করে যে রহস্য তৈরি হয়েছে আসামী রুবির ভিডিও দিয়ে সেটিকে গুরুত্ব দেয়া উচিত। এই রুবিকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা উচিত। সালমানের খুনিদের শাস্তি বাংলার মাটিতেই দেখতে চাই।’
তিনি বলেন, ‘সালমান শাহের মা লন্ডনে রয়েছে। উনি মানসিক ভাবে ভেবে পড়েছেন। আমার সঙ্গে শুক্রবার রাতে কথা হয়েছে। এই সপ্তাহেই নীলা ম্যাডাম দেশে ফিরবেন বলে জানান। এরপর তিনি আমাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করবেন।’
উল্লেখ্য, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মারা যান সালমান শাহ। তখন এটিকে আত্মহত্যা বলা হলেও পরবর্তীতে বিভিন্ন আলামতে বোঝা যায়, সালমান শাহ আত্মহত্যা করেনি, তাকে খুন করা হয়েছিল। গেল সোমবার রুবি নামের এক আমেরিকা প্রবাসী নারী ফেসবুক লাইভে এসে জানান, সালমান শাহকে খুন করা হয়েছিল। তিনি সব জানেন। যদিও দুদিন পর রুবি সব অস্বীকার করেন।
গত দুই দশকেও এই মামলার রহস্য উদঘাটন হয়নি। পুলিশ দুই দফা ময়নাতদন্ত করে একে আত্মহত্যাই বলেছিল। কিন্তু নারাজি আবেদন করেছে সালমান শাহের পরিবার। মামলাটির বিচার বিভাগীয় তদন্তও হয়েছিল। এখন মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআইয়ে রয়েছে।
Advertisement
এনই/এলএ