পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হচ্ছে আগামী শুক্রবার (১৮ আগস্ট) থেকে। ওইদিন সকাল ৬টা থেকে নিজ নিজ বাসের কাউন্টারের নির্ধারিত স্থানে টিকিট বিক্রি শুরু হবে।
Advertisement
বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন বাংলাদেশ পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েতুল্লাহ খান।
ঈদে ঘরে ফেরা মানুষের জন্য বাসের অগ্রিম টিকিট আগে এলে আগে পাবেন ভিত্তিতে বিক্রি হবে বলে জানা গেছে।
পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, আগামী ২ সেপ্টেম্বরকে ঈদ ধরে সবচেয়ে বেশি চাপ থাকবে ৩০ ও ৩১ আগস্ট। এই দুইদিনে সবচেয়ে বেশি মানুষ ঢাকা ছাড়বে।
Advertisement
অন্যদিকে রেলওয়ে সূত্রে জানা গেছে, ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির দিন এখনও নির্ধারণ করা হয়নি।
এএস/বিএ/জেআইএম