শুরুটা করেছিলেন সপাটে ব্যাট চালিয়ে। এরপর কিছুটা ধীর গতিতে রান তোলেন। তা-ও বা কিভাবে বলা যায়? টেস্ট ফরম্যাটে সেঞ্চুরি পূর্ণ করতে শিখর ধাওয়ান খরচ করলেন ১০৭ বল! বাউন্ডারির সংখ্যা ১৫টি; ছিল না কোনো ছক্কার মার। ধাওয়ানের সেঞ্চুরিতে কাঁপছে শ্রীলঙ্কা।
Advertisement
এই রিপোর্ট লেখা পর্যন্ত ১০৯ রানে অপরাজিত আছেন ধাওয়ান। ভারতের সংগ্রহ ১ উইকেটে ২০৪ রান।
৪২তম ওভারে মালিন্দা পুষ্পকুমারার বলে বাউন্ডারি হাঁকিয়ে শতকের মাইলফলক পূর্ণ করেন ধাওয়ান। টেস্ট ক্যারিয়ারে এটি তার ষষ্ঠ সেঞ্চুরি। শ্রীলঙ্কার বিপক্ষে চলতি তিন ম্যাচের টেস্ট সিরিজে এটি তার দ্বিতীয় সেঞ্চুরি।
পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন বিরাট কোহলি। তার সিদ্ধান্ত যথার্থ প্রমাণ করেন দুই ওপেনার। ওপেনিং জুটিতে আসে ১৮৮ রান।
Advertisement
ধাওয়ান সেঞ্চুরি তুলে নিলেও অপর ওপেনার লোকেশ রাহুল সাজঘরে যান আক্ষেপ নিয়ে। ৮৫ রান করতেই পুষ্পকুমারার কাছে ধরাশায়ী হন রাহুল। ২ রানে ব্যাট করছেন দুর্দান্ত ফর্মে থাকা চেতেশ্বর পুজারা।
প্রসঙ্গত, শৃঙ্খলা ভঙ্গের কারণে তৃতীয় টেস্টে নেই রবীন্দ্র জাদেজা। তার পরিবর্তে ভারতীয় একাদশে জায়গা পেয়েছেন কুলদীপ যাদব।
এনইউ/আরআইপি
Advertisement