তার বাবাও একজন ক্রিকেটার। ক্যারিয়ারে হ্যাটট্রিক রয়েছে। তবে ছেলের কীর্তিটা কখনো গড়তে পারেননি। সেটা আক্ষেপও বটে। ছেলের কীর্তিতে বোধ হয় সেই আক্ষেপ ঘুচে গেল স্টিফেনের। ছেলে লুক রবিনসন ৬ বলে ৬ উইকেট নেয়ার অনন্য কীর্তিটা গড়ে ফেলেছে।
Advertisement
রবিনসনের বয়স ১৩ বছর। খেলছে ফিলাডেলফিয়া ক্রিকেট ক্লাবের অনূর্ধ্ব-১৩ দলের হয়ে। ইংল্যান্ডের উত্তর-পূর্বে ডারহাম শহরের অদূরে ল্যাংলি পার্কে একটি ম্যাচে এক ওভারেই প্রতিপক্ষের ৬ ব্যাটসম্যানকে পরাস্ত করে রবিনসন। রবিনসনের দারুণ এই কীর্তির সাক্ষী হয়ে থাকল তার পরিবারের সদস্যরা। তাও আবার ম্যাচেই। রবিনসন যখন বোলিং করছিল, সেই প্রান্তের আম্পায়ার তার বাবা স্টিফেন। ফিল্ডিংয়ে ছিল ছোট ভাই ম্যাথু। রবিনসনের মায়ের ভূমিকা ছিল স্কোরারের। দাদা গ্লেন ছিলেন দর্শকের ভূমিকায়।
ছেলের কীর্তি নিয়ে বাবা স্টিফেন বলেন, ‘দারুণ অভিজ্ঞতা ছিল এটি। আমি তিন বছর ধরে খেলেছি। নামের পাশে হ্যাটট্রিক রয়েছে আমার। কিন্তু এই কীর্তি (৬ বলে ৬ উইকেট) কখনো গড়া হয়নি। সময় থমকে দাঁড়িয়েছে, আর ভেবেছিলাম, এমনটা কি সত্যিই ঘটেছে?’
এনইউ/এমএস
Advertisement