জাতীয়

৬১ কোটি টাকার চোরাচালান ও মাদকদ্রব্য আটক

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) চলতি বছরের মে মাসে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে প্রায় ৬১ কোটি টাকার বিভিন্ন ধরনের চোরাচালান ও মাদকদ্রব্য আটক করেছে। সোমবার বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ মোহসিন রেজা এ বিষয়টি নিশ্চিত করেন।তিনি জানান, বিজিবি বিভিন্ন অপারেশন চালিয়ে ৬০ কোটি ৮৭ লাখ ৮৪ হাজার ৪৬৩ টাকা মূল্যের চোরাচালান ও মাদকদ্রব্য জব্দ করেছে। আটককৃত মাদকের মধ্যে রয়েছে ২ লাখ ৬৩ হাজার ৪৫২টি ইয়াবা ট্যাবলেট, ৫৩ হাজার ৩১০ বোতল ফেনসিডিল, ৭৯৮ কেজি গাঁজা, ২৮ হাজার ২৭৩ বোতল বিদেশি মদ, ২১০ গ্রাম হেরোইন, ১৪ হাজার ৬৭৬টি অ্যানেগ্রা/সেনেগ্রা ট্যাবলেট, ৬ হাজার ৭০০টি নেশাজাতীয় ইনজেকশন এবং ২২ লাখ ৭৫ হাজার ১৮৬টি বিভিন্ন ধরনের ট্যাবলেট।এছাড়া আটককৃত অন্যান্য চোরাচালান দ্রব্যের মধ্যে ১৭ হাজার ২২৫টি শাড়ি, ৫ হাজার ৪১৩টি থ্রিপিস, ৩৪ হাজার ৪৯৬ মিটার থান কাপড়, ৪ হাজার ৯১৫টি তৈরি পোশাক, ৪ হাজার ৯৭৮টি বিভিন্ন ধরনের যন্ত্রাংশ, ৫ হাজার ২২২ সিএফটি কাঠ এবং ১টি কষ্টি পাথারের মূর্তি জব্দ করা হয়।এছাড়াও গত মে মাসে বিজিবির অভিযানে উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ১৪টি বন্দুক, ৯টি পিস্তল, ১টি রিভলবার, ৪টি ককটেল, ৩১ রাউন্ড গুলি এবং ১২টি ম্যাগজিন।মুহম্মদ মোহসিন রেজা আরো জানান, গত মে মাসে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ১৫১ জনকে আটক করে। যার মধ্যে ৩৯ জনকে মোবাইল কোর্ট বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন এবং ১১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে থানায় সোপর্দ করা হয়েছে।গত মাসে সীমান্ত পথে ৭৩৭ জন মিয়ানমার নাগরিকের অবৈধ অনুপ্রবেশ প্রতিহত করা হয়েছে। এছাড়া উল্লেখিত সময়ে সীমান্ত পথে পাচারকালে ২৮ জন নারী-শিশুকে উদ্ধার করা হয়। যার মধ্যে ২২ জন নারী ও ৬ জন শিশু রয়েছে এবং এসব ঘটনায় ৯টি মামলা করা হয়েছে।এলএ

Advertisement