খেলাধুলা

সাকলাইন মোস্তাককে কৃতিত্ব দিলেন মঈন

মঈন আলির পরিচয়- একজন অলরাউন্ডার হিসেবে। ব্যাটে-বলে দুর্দান্ত পারফর্ম করে থাকেন এই ইংলিশ ক্রিকেটার। সম্প্রতি দুর্দান্ত ফর্মেই আছেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন মঈন।

Advertisement

ওই সিরিজে ব্যাটিংয়ের চেয়ে বোলিংয়ে উজ্জ্বল ছিলেন মঈন আলি। তবে তিনি নিজেকে প্রথমত একজন ব্যাটসম্যানই ভাবেন। পরে একজন বোলার। দুইয়ে মিলে অলরাউন্ডার।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চার ম্যাচের টেস্ট সিরিজে ২৫টি উইকেট লাভ করেছেন মঈন। তার স্পিন ঘূর্ণিতে কুপোকাত হয়েছে প্রোটিয়া। আর ইংল্যান্ড চার ম্যাচের টেস্ট সিরিজটি জিতে নিয়েছে ৩-১ ব্যবধানে।

বল হাতে সাফল্য পাওয়ার পেছনে সাকলাইন মোস্তাককে কৃতিত্ব দিলেন মঈন। সাবেক পাকিস্তানি এই স্পিনারের প্রশংসায় মঈন বলেন, ‘সাকি (সাকলাইন মোস্তাক) আমাকে সাহায্য করেছেন কিভাবে ভালো বোলিং করা যায়। আমার বোলিংটা তিনি ভালো বোঝেন। আগে বল করতাম ঠিকই, অতটা ভেবে-চিন্তে বোলিং করতাম না। আগে অধিনায়কই ফিল্ডিং সাজাত। এখন নিজে অনেক ভেবেই ফিল্ডিং সাজাতে পারছি। এই সিরিজই তার বড় প্রমাণ।’

Advertisement

এনইউ/আইআই