জাতীয়

পাঁচ ফ্লাইটের পাঁচ শতাধিক যাত্রী আটকা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মূল ভবনের তৃতীয় তলায় শুক্রবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বিকেল সাড়ে ৩টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত বিমানবন্দরে পাঁচটি ফ্লাইট বন্ধ রয়েছে।

Advertisement

বিমান সূত্র জানায়, রাজশাহীগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট, কুনমিংগামী চায়না ইস্টার্নের ফ্লাইট, চট্টগ্রামগামী নোভো এয়ার ও ইউ-এস বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট, হংকংগামী হংকং এয়ারলাইন্সের ফ্লাইট বন্ধ করা হয়েছে। ধোঁয়ার কারণে বিমান উড্ডয়ন বন্ধ রয়েছে।

ঢাকা থেকে দেশের অভ্যন্তরে ও বিদেশে এসব ফ্লাইট আজ এ সময়ের মধ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল। এসব ফ্লাইটের মোট পাঁচ শতাধিক যাত্রী এখন বিমানবন্দরে আটকা রয়েছেন। 

সরেজমিন দেখা গেছে, অনেক যাত্রী বিমানবন্দরে অধীর আগ্রহে অপেক্ষা করছেন। কখন আবার ফ্লাইট চলাচল শুরু হয়। অনেকে স্বজনদের সঙ্গে ফোনে কথা বলছেন।

Advertisement

ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার পলাশ চন্দ্র মদক জানান, শুক্রবার দুপুর ১টা ৩৭ মিনিটে আগুনের সূত্রপাত। খবর পেয়ে মোট ১০টি ইউনিট পাঠানো হয়। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে ধোঁয়া আছে। শীতাতপনিয়ন্ত্রিত ভবন হওয়ায় ধোঁয়া বের করতে সময় লাগছে। তাৎক্ষণিকভাবে আগুনের কারণ সম্পর্কে কিছু জানাতে পারেননি তিনি।

এদিকে ধর্ম সচিব মো. আবদুল জলিল জাগো নিউজকে জানিয়েছেন, পূর্বনির্ধারিত সিডিউল অনুযায়ী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪১৯ যাত্রী নিয়ে সন্ধ্যা সোয়া ৭টায় বাংলাদেশ বিমানের একটি হজ ফ্লাইট ছেড়ে যাবে।

তিনি বলেন, শুক্রবার দুপুর ২টার দিকে সৌদি এয়ারলাইন্সের একটি হজ ফ্লাইট ছিল। তবে অগ্নিকাণ্ডের কারণে সেই ফ্লাইট বিমানবন্দর ছেড়ে যেতে পারেনি। একটু আগেই (বিকেল সাড়ে ৩টা) বিমানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জেনেছি আগুন নিয়ন্ত্রণে এসেছে। সিকিউরিটি ক্লিয়ারেন্স পেলেই বিমান ছেড়ে যাবে। হজযাত্রীরা সবাই সুস্থ রয়েছেন বলেও জানান তিনি।

হজ অফিসের পরিচালক মো. সাইফুল ইসলাম বিকেল ৩টা ১০ মিনিটের দিকে জানান, বিমানবন্দর কর্তৃপক্ষ এখনও ফ্লাইট বাতিলের কোনো তথ্য জানায়নি। আশকোনা হজ ক্যাম্পেও বিমানের অস্থায়ী কার্যালয় রয়েছে। এখান থেকেও হজ ফ্লাইট বাতিলের কোনো তথ্য জানানো হয়নি।

Advertisement

হজযাত্রীরা সবাই সুস্থ ও অক্ষত রয়েছেন বলেও জানান তিনি।

 

এআর/জেডএ/পিআর