জাতীয়

‘ভেতরে ধোঁয়ায় চারদিক অন্ধকার’

ভেতরের পরিস্থিতি খুবই খারাপ, চারদিক ধোঁয়ায় ছেয়ে গেছে, কিছুই দেখা যাচ্ছে না।

Advertisement

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মূল ভবনের তৃতীয় তলায় লাগা আগুন সম্পর্কে এভাবেই বলছিলেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে কর্মরত একজন কর্মকর্তা।

শুক্রবার দুপুর ১টা ৩৭ মিনিটের দিকে আগুন লাগে শাহজালাল বিমানবন্দরের মূল ভবনের তৃতীয় তলায়। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

ওই কর্মকর্তা আরও জানান, সম্ভবত তৃতীয় তলায় এয়ারইন্ডিয়ার অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডের পরপরই বিমানবন্দরের ভেতরে অবস্থানরত যাত্রীদের নিরাপদে বাইরে বের করা হয়।

Advertisement

তিনি জানান, এ মুহূর্তে ইমিগ্রেশনের সকল কার্যক্রম বন্ধ রয়েছে। বিকেল সোয়া ৫টায় একটি হজ ফ্লাইট থাকলেও ওই ফ্লাইটের একাধিক যাত্রীকে নিরাপত্তার জন্য বাইরে পাঠিয়ে দেয়া হয়।

এ ঘটনায় কাউকে আহত হতে দেখেননি বলেও জানান তিনি।

এদিকে হজযাত্রীসহ বিভিন্ন ফ্লাইটের যাত্রীদের যারা এগিয়ে দিতে এসেছিলেন বিমানবন্দরে বাইরে তারা উদ্বিগ্ন হয়ে অপেক্ষা করছেন।

বিমানবন্দরের নিরাপত্তার স্বার্থে র‌্যাব, পুলিশসহ আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছেন।

Advertisement

এমইউ/এনএফ/পিআর