ইরাকে ইসলামিক স্টেট গ্রুপের তৈরি সংকট মোকাবেলায় মানবাধিকার সংস্থাগুলো ইরাকের জন্যে ৫০ কোটি ডলার তহবিল সংগ্রহের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ।ইরাক ও সিরিয়ায় আইএসকে প্রতিহত করার কাজে নিয়োজিত মার্কিন নেতৃত্বাধীন দেশসমূহের প্যারিস বৈঠকের একদিন আগে এ ঘোষণা দেয়া হয়।ইরাকে ইউনিসেফের প্রতিনিধি ফিলিপ হেফিন্ক ফ্রান্স থেকে এক বিবৃতিতে বলেন, ইরাকের মানবাধিকার পরিস্থিতি প্রায় দুর্যোগের শামিল। সহযোগিতা অব্যাহত রাখতে আমাদের জরুরি অর্থ প্রয়োজন।এসকেডি/আরআই
Advertisement